অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানীর চান্সেলার বনের আফগানিস্তান সম্মেলন বর্জন না করার জন্যেপাকিস্তানকে অনুরোধ করেছেন ।


জার্মানীর চান্সেলার বনের আফগানিস্তান সম্মেলন বর্জন না করার জন্যেপাকিস্তানকে অনুরোধ করেছেন ।
জার্মানীর চান্সেলার বনের আফগানিস্তান সম্মেলন বর্জন না করার জন্যেপাকিস্তানকে অনুরোধ করেছেন ।

জার্মানীর চান্সলার এ্যাঙ্গেলা মার্কেল বলেছেন – আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে বনে আসন্ন যে আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে – সে সম্মেলন বয়কটের ব্যাপারে পাকিস্তান তার সিদ্ধান্ত বদলাবে , তিনি তাই আশা করছেন ।

মঙ্গলবার মিয মার্কেল বলেন – গত সপ্তাহে পাক-আফগান সীমান্তবর্তী স্থানে নেটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানী সৈনিক নিহত হবার পর প্রতিবাদ জানাতে নেওয়া পাকিস্তানের সিদ্ধান্ত পাল্টানোর ব্যাপারে তাঁর সরকার পাকিস্তানকে বলে কয়ে রাজি করানোর চেষ্টা করবেন ।

ঐ সম্মেলন বর্জন বিষয়ে পাকিস্তান তার সিদ্ধান্তের কথা ঘোষনা করে মঙ্গলবারে । সামনের বছরগুলোয় জোট বাহিনীর সৈন্যেরা প্রতিবেশি দেশ আফগানিস্তান থেকে প্রত্যাহৃত হয়ে যাবার পর দেশটির স্থিতিস্থাপকতা কি হবে তার জন্যে কর্মকৌশল নির্ধারনকল্পে এই যে সম্মেলন হতে চলেছে তাতে যোগ দেবার জন্যে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান দু’পক্ষেই পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সেনাধিনায়ক সোমবার বলেছেন – শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী যে বেশ কয়েকটি অবস্থানের ওপর নেটোর বিমান হামলা আঘাত হেনেছে , পাকিস্তানের তাতে ক্ষুদ্ধ হবার হবার সঙ্গত কারন রয়েছে । তবে ক্ষমা চাইতে তিনি সম্মত হননি – তিনি তদন্তের প্রয়োজনের কথা বলেছেন ।

বৃটিশ টেলিভিশন নেটওয়ার্ক itv-র সঙ্গে এক সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অফ স্ট্যাফের চেয়ারম্যান জেনারেল মার্টীন ডেম্পসী বলেন – শরিকদের অস্ত্রে পাকিস্তানী সৈন্যদের ঘায়েল হওয়া নিয়ে প্রচন্ডভাবে ইসলামাবাদের ক্ষুদ্ধ হবার কারন রয়েছে । তবে আসলে কি হয়েছে তা তদন্ত করে দেখা অবধি তিনি পাকিস্তানকে ধৈর্য্য ধারনের অনুরোধ করেছেন ।

XS
SM
MD
LG