অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার সত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে



ইস্রাইল এবং হামাস জঙ্গীদের মধ্যে সহিংসতা থামানোর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা সত্বেও বুধবার ইস্রাইল ও গাজা ভূখন্ডের সীমান্তের দুই পার রকেট হামলায় প্রকম্পিত হয়ে ওঠে। গাজা-ইসরায়েল লড়াইয়ে এ পর্যন্ত ১৩০ জন ফিলিস্তিনী ও ৫ জন ইস্রাইলী নিহত হয়েছে।

ইস্রাইলের অভ্যন্তরে বুধবার তেল আভিবে একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ ঐ বিস্ফোরণকে একটি সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করলেও বোমা হামলার সূত্র এখনও সনাক্ত করতে পারেনি।

এই বোমা আক্রমণের ঘটানাটি ঘটলো মংগলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন ইস্রাইলী প্রধানমন্ত্রী এবং উর্ধোতন নেতাদের সঙ্গে বৈঠকে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করার ঠিক পর পর।

পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন বুধবার মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সংগে আলোচনা করার জন্য কায়রোতে পৌঁছান। এর আগে তিনি পশ্চিম তটের রামাল্লায় ফিলিস্থিনী নেতাদের সংগে সাক্ষাত করেন এবং তেল আভিবে বোমা আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে “সন্ত্রাসী আক্রমণ” আভিহিত করে একটি বিবৃতি প্রকাশ করেন।
XS
SM
MD
LG