অ্যাকসেসিবিলিটি লিংক

জি এইট অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে বৈঠক শেষ করেছেন


জি এইট অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার লন্ডনে বৈঠক শেষ করেছেন। আলোচ্যসূচীতে অগ্রাধিকার পেয়েছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা, সিরিয়ায় সঙ্কট এবং ইরানের পারমানবিক কার্যক্রম।

উত্তর কোরিয়া, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনার হুমকি দিচ্ছে এবং বলেছে তারা আরেকটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত।

বৃহস্পতিবার জি এইট বৈঠকের বাইরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টাভেলে বলেন উত্তর কোরিয়ার যুদ্ধাংদেহী বাগাড়ম্বরপূর্ন উক্তি যে গ্রহণযোগ্য নয় -- এই নীতি অবস্থানে G8 এক্যবদ্ধ।

বুধবার কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বিরোধী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, বিরোধীরা আরও সামরিক সাহায্যের যে আবেদন জানায় তা শোনেন কিন্তু একজন আমেরিকান কর্মকর্তা বলেছেন তারা কোন কিছুর প্রতিশ্রুতি দেননি।

The Group of Eight অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালী, জাপান, ক্যানাডা এবং রাশিয়া ইরানের পারমানবিক কার্যক্রম বিষয়েও আলোচনা করতে চায়।
XS
SM
MD
LG