অ্যাকসেসিবিলিটি লিংক

পারমানবিক চুল্লির তেজস্ক্রিয় পানি বন্ধ করতে ৪৭ কোটি ডলার দেবে জাপান সরকার


জাপানের ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ স্থাপনা র চুল্লির ছিদ্র দিয়ে অব্যাহত চুইয়ে পড়া তেজস্ক্রিয় পানি বন্ধকরতে জাপানসরকার ৪৭০ মিলিয়নডলার বা ৪৭কোটি ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার দেশের পারমানকিব টাস্কফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। তিনি বলেন সরকার এর সমাধান করতে যে কোনো কিছুর জন্য প্রস্তুত।

২০০১ সালের সুনামীতে ক্ষতিগ্রস্থ স্থাপনাটির চুল্লিগুলোকে ঠান্ডা করার জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ পানি নিরাপদ স্থানে ধরে রাখার পরামর্শ দিয়েছে এর তত্বাবধানকারী প্রতিষ্ঠানটোকিও ইলেক্ট্রিক পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ।
XS
SM
MD
LG