অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ বলছে-সিরিয়ার সংঘাত এখন ‘নানাবিধ চরিত্রের অংশগ্রহণে এক সম্মুখ রণাঙ্গন’-এর রঙ্গভূমিতে পরিণত হয়েছে


জাতিসংঘ বলছে-সিরিয়ার সংঘাত এখন ‘নানাবিধ চরিত্রের অংশগ্রহণে এক সম্মুখ রণাঙ্গন’-এর রঙ্গভূমিতে পরিণত হয়েছে-যেখানে,সরকারি সেনারা ও সরকার বিরোধি লড়াকুরা এন্তার মানবতা বিরোধি অপরাধ তত্পরতা চালিয়ে যাচ্ছে।

বুধবার প্রকাশিত নতুন এক রিপোর্টে সিরিয়া বিষয়ক জাতিসংঘ কমিশন সংঘাতের প্রভাব কি ঘটছে ঐ অঞ্চলে তারই বিবরণ দিতে গিয়ে বলছে-এখন এর প্রভাব কেবলই সিরিয় ভূখন্ডেই সীমাবদ্ধ থাকছে না।

কমিশনের চেয়ারম্যান পওলো পিনেরৌ,সিরিয়ার পূর্বাঞ্চল ও সেইসঙ্গে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল ভূখন্ড কব্জা করে নিয়েছে যে ইসলামিক স্টেইট জঙ্গিরা সেই তাদের উল্লেখে বলেছেন-ঐ যেসব অঞ্চল তাদের দখলে রয়েছে,সেসব অঞ্চলে অসামরিক জনগোষ্ঠীর জন্যে ঐ জঙ্গি গোষ্ঠী স্পষ্টত:ই বিপজ্জনক প্রতিয়মান হ’চ্ছে।

রিপোর্টে বলা হয়-ইরাকে ইসলামিক স্টেইটের সাফল্য তাদের সামরিক দক্ষতাও বাড়িয়ে তুলেছে- গোষ্ঠীর জঙ্গিরা এখন সিরিয় বাহিনীর সঙ্গে লড়ার বদলে, লড়ছে সরকার বিরোধী অন্যান্য জোটের সঙ্গেও আরো জোরেশোরে।

XS
SM
MD
LG