অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত


ইরাকে দুটি গাড়ী বোমা বিস্ফোরণে সোমবার অন্তত ৩৪ জন নিহত হয়েছে।

জুর্ফ আল সাখার শহরের কাছে আত্মঘাতি এক বোমারু বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ২৪ শিয়া মিলিশিয়াকে হত্যা করেছে। সরকারী সেনারা বলছে তারা ঐ শহরটি ইসলামিক ষ্টেট জংগিদের কাছ থেকে পূনরায় দখল করে নিয়েছে।

একটি নিরাপত্তা চৌকিতে অন্য বিস্ফোরণটি ঘটে। ঐ ঘটনায় আরও ২৫জন আহত হয়েছে। আক্রমণকারীরা বিস্ফোরক ভর্তি একটি হামভী গাড়ী চালিয়ে হামলা চালায়। ইরাকের প্রধাণমন্ত্রী হাইদার আল আবাদী রবিবার জানিয়েছেন যে সরকা্রি সেনারা বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণে জুর্ফ আল সাখার শহরটি থেকে ইসলামিক ষ্টেট গোষ্টিকে মারাত্মক ভাবে হটিয়ে দিয়েছে এবং শহরটি পূণরায় দখল করে নিয়েছে। সূন্নী চরমপন্থী দল ঐ শহর জুন মাস থেকে দখল করে রেখেছিল।

সোমবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলে দোকান-পাঠ, রোস্তোঁরা সমেত ব্যাস্ত এলাকায় একটি গাড়ী বোমা বিস্ফোরণে ১০ ব্যাক্তি নিহত হয়। অন্যান্য আরো ১৮ জন আহত হয়েছে।

XS
SM
MD
LG