অ্যাকসেসিবিলিটি লিংক

দু’ই ফিলিস্তিনী, জেরুযালেমের এক ইহুদি উপাসনালয় সেনেগগে ঢুকে প্রার্থনারত চার জনকে হত্যা করেছে


দু’ই ফিলিস্তিনী, মাংস কাটা চাপাতি এবং একটা বন্দুক হাতে জেরুযালেমের এক ইহুদি উপাসনালয় সেনেগগে ঢুকে প্রার্থনারত চার জনকে হত্যা করেছে।এটা ঘটে প্রাত:কালীন প্রার্থনার সময়টাতে।পুলিশের গুলিতে ঐ দু’ই আততায়ি নিহত হয়।

শহরের অতি-উগ্র বসতকারিদের মহল্লাতে ঘটেছে এটা-পশ্চিম বিশ্বের বহূ অভিবাসিদের বাস ঐ মহল্লায়।পুলিশ বলছে-ঐ যে চার ব্যক্তি নিহত হয়েছেন,তাঁরা সবারই ছিলো দ্বিত্ব নাগরিকত্ব-চারজনের তিনজন এ্যামেরিকার-একজন বৃটেনের।সেনেগগের ঐ হামলায় ছ’জন জখম হয়েছেন।

ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু,ইস্রাইল এর বদলা নেবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবারের এ হামলায় ধিক্কার জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সমবেদনা জানাতে মি:নেতানেয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।লণ্ডনে রিপোর্টারদের তিনি বলেছেন-এ হামলা ছিলো বেহেড জঙ্গি তত্পরতা।

XS
SM
MD
LG