অ্যাকসেসিবিলিটি লিংক

সনিতে সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই


সনি পিকচার্সে সাইবার আক্রমনের দায়ে এফবিআই এর সন্দেহভাজন উত্তর উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট ওবামা যথাপোযুক্ত ব্যাবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন।

শুক্রবার হোয়াইট হাউজে বছর সমাপনী সংবাদ সম্মেলনে বক্তব্যদানকালে প্রেসিডেন্ট ওবামা বলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হত্যাকান্ড নিয়ে কাল্পনিক এক কমেডি করার পরও তা মুক্তি না দিয়ে ভুল করেছিল সনি। আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে এখন হ্যাকারদের সাইবার আক্রমণ সহ্য করে।

মিষ্টার ওবামা বলেন তিনি সনির উদ্বেগের প্রতি সহানুভুতিশীল। তবে বলেন আমাদের সমাজে এমন কিছু থাকা ঠিক নয় যেখানে কোনো স্বৈরাচারী কোনো কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। তিনি বলেন উত্তর কোরিয়া অন্য কাউকে সঙ্গে নিয়ে সাইবার আক্রমন করেছে তেমন কোনো লক্ষন নেই। তিনি বলেন যথাসময়ে যুক্তরাস্ট্র এর জবাব দেবে।

শুক্রবার এফবিআই প্রথমবারের ন্যায় জনসম্মুখে প্রকাশ করেছে যে সনিতে সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়া জড়িত। তবে উত্তর কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

XS
SM
MD
LG