অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের ফলাফল নাইজিরিয়ারই নয় বরং গোটা মহাদেশটিরই রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক-বলেছেন আফ্রিকী য়ুনিয়নের চেয়ারপার্সন


নাইজিরিয়ার প্রেসিডেন্ট পদে নতুন নির্বাচিত মুহাম্মাদু বুহারি বলেছেন-দেশ তার গণতন্ত্রকে আলিঙ্গন করেছে-এক দলিয় শাসন পেছনে ফেলে এগিয়েছে সামনের পানে।কথা বলছিলেন তিনি আজ বুধবার, আ’বুজায়-নাইজিরিয়ার নির্বাচনী কমিশন সরকারিভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ি প্রার্থী বলে ঘোষনা করবার ঘন্টা কয়েক পরেই।

মি:বুহারি, মি:জানাথানকে এক যোগ্য প্রতিদ্বন্দী রুপে বর্ণনা করে বলেন-বিদায়ি প্রেসিডেন্টের দিকে তিনি তাঁর বন্ধুত্বের হাত বাড়িয়ে ধরছেন।

শান্তিপুর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন হওয়ায়, বিশ্ব নেতৃবৃন্দ দু’ই নেতা এবং সেইসঙ্গে নাইজিরিয়ার আপামর জনসাধারনকে সাধুবাদ জানিয়েছেন।বুধবারেই দেওয়া বিবৃতিতে, প্রেসিডেন্ট বারাক ওবামা মি:বুহারিকে অভিনন্দন জানিয়েছেন- বলেছেন,এ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে মি:জানাথান নিজ দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন।

আফ্রিকী য়ুনিয়নের চেয়ারপার্সন এন্-কোসাযানা দ্-লামিনী যুমা বলেছেন- নির্বাচনের ফলাফল কেবল নাইজিরিয়ারই নয় বরং গোটা মহাদেশটিরই রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক।

XS
SM
MD
LG