অ্যাকসেসিবিলিটি লিংক

বল্টিমোরে সংঘর্ষে ১৫ পুলিশ আহত ও শহরে কার্ফিউ জারি


সোমবার, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ম্যারিল্যান্ড রাজ্যের বল্টিমোর শহরে্ কৃষ্ণাংগ ফ্রেডি গ্রের শেষ কৃত্যানুষ্ঠানের পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এ মাসের গোড়ার দিকে পুলিশের হেফাজতে আঘাত জনিত কারণে ফ্রেডির মৃত্যু হয়।

ম্যারিল্যান্ড রাজ্যের গভর্ণার ল্যারী হোগান বল্টিমোরে জরুরী পরিস্থিতি ঘোষণা করেছে এবং হিংসা হানাহানী এবং দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। শহরের মেয়র, এ সপ্তাহে সেখানে সান্ধ্য আইন ঘোষণা করেছেন।

বল্টিমোর পুলিশ ক্যাপ্টেন এরিখ কোয়ালচেক জানিয়েছেন, পুলিশের সংগে শতশত যুবকের সংঘর্ষে অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণকারীরা ইট পাটকেল, কাঁচের বোতল এবং অন্যান্য জিনিষ ছুঁড়তে থাকে। টেলিভিশনে ধারণ করা চিত্রে, পুলিশের একটি বড় গাড়ীতে এবং বেশ কয়েকটি পুলিশ কারে আগুন জ্বলতে দেখা যায়। বিশৃংখল জনতা দোকান পাট ভাংচুর করে এবং লুটপাট করে। দিনের শেষ দিকে একটি অষুধের দোকান 'সিভিএস' এ দাংগাকারীরা আগুন ধরিয়ে দেয়।

বল্টিমোরের পেশাদার বাস্কেট বল দল ওরিঅলসের খেলা বাতিল করা হয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা দাংগা পরিস্থিতি আয়ত্তে আনাতে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

XS
SM
MD
LG