অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয় প্রধানমন্ত্রী নাজিব রাযাক তাঁর সহকারী ও এ্যাটর্নী জেনারেলকে বরখাস্ত করেছেন


মারাত্মক রকমের জালিয়াতির অভিযোগে সংক্ষুদ্ধ-চাপের মুখে নিপতিত মালয়েশিয় প্রধানমন্ত্রী নাজিব রাযাক এখন তাঁর সহকারী ও এ্যাটর্নী জেনারেলকে বরখাস্ত করেছেন।

টেলিভিশনে প্রচারিত ভাষনে মি:নাজীব আজ সহকারী প্রধানমন্ত্রী মূহিদ্দীন ইয়াসীনকে বরখাস্ত করার কথা ঘোষনা করেন। মূহিদ্দীনের যায়গায় এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যাহিদ হামিদীকে নিযুক্ত করেছেন।মূহিদ্দীন ইয়াসীন ছিলেন প্রধানমন্ত্রীর এক কড়া-বিরুপ সমালোচক। এর আগের এক সরকারী বিবৃতি মারফত এ্যাটর্নী জেনারেল আব্দুল গনী পাতাইলকে স্বাস্থগত কারণে অপসারন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।প্রধানমন্ত্রী সরকারী তহবিলের ৭০ কোটি ডলার আত্মস্যাত করেছেন কিনা তা নিয়ে পরিচালিত তদন্তকাজে নেতৃত্বের অবস্থানে ছিলেন আব্দুল গনী পাতাইল।

XS
SM
MD
LG