অ্যাকসেসিবিলিটি লিংক

VOA60


VOA60
please wait
Embed

No media source currently available

0:00 0:01:30 0:00

যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর নিয়ে VOA60তে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আমি সেলিম হোসেন। প্রেসিডেন্ট বারাক ওবামা, আলাস্কায় তিন দিনের সফর শুরু করলেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতায় এ্যাংকরেজে অনুষ্ঠিত আর্কটিক পরিবেশ সম্মেলনে বক্তব্য দেয়র মধ্য দিয়ে। সেখানে দেয়া বক্তব্যে তিনি বললেন জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্যে একটি জরুরী এবং ক্রমবর্ধমান হুমকী। জলবায়ু নিয়ে মিষ্টার ওবামার নেয়া নানা পদক্ষেপের পরও পরিবেশবাদীরা সম্মেলন অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন, শেল তেল কোম্পানীকে Shell Oil company আলাস্কা উপকুলে খনন সম্প্রসারিত করতে, ওবামা প্রশাসনের অনুমতি দেয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ করতে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের শীর্ষ অবস্থান প্রথমবারের ন্যায় জরিপে হুমকীর মুখে পড়েছে। নতুন জরিপে আইওয়া রাজ্যে ট্রাম্প এবং নিউরোসার্জন বেন কার্সন সমান সমান অবস্থানে। দুজনেরই সমর্থন ২৩ শতাংশ poll at 23 percent। মৃত্যুদন্ড দেয়ার ষ্টাইলে টেক্সাসের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে এক আফ্রিকান আমেরিকানকে সোমবার আদালতে আনা হয়। শ্যানোন মাইলস নামের ঐ আফ্রিকান আমেরিকানের বিরুদ্ধে, হ্যারিস কাউন্টির উপ-শেরিফ ড্যারেন গফোর্থ, Goforth গাড়ীতে তেল ভরার সময় তার মাথার পেছনে গুলী করে হত্যার অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল VOA60তে আজকের খবরগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

XS
SM
MD
LG