অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে নতুন সংবিধান গৃহীত হলো


নেপালে আজ নতুন সংবিধান গৃহীত হচ্ছে। দীর্ঘ সাত বছর ধরে এই সংবিধান প্রনয়নের কাজ চলে। গত 16 ই সেপ্টেম্বর এই নতুন সংবিধান সংসদের অনুমোদন লাভ করে। এর পরই দেশের বিভিন্ন অংশে এই নতুন সংবিধান কে কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলন শুরু হয়....এর পরিপ্রেক্ষিতে নেপালের প্রধান মন্ত্রী সুশীল কৈরালা নেপালের সমস্ত ছোট দল গুলিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সুশীল কৈরালা বলেন এই সংবিধান যাতে দেশের নাগরিকদের আশা আকাঙ্খা পূরন করে সে দিকে সকল কে দৃষ্টি রাখা দরকার। বিক্ষিপ্ত আন্দোলনের মধ্য দিয়ে দেশের শান্তির পরিবেশ নষ্ট হতে পারে....কোনো প্রকৃত সমাধান আন্দোলনের ফলে হয়না বলেও শ্রী কৈরালা মন্তব্য করেছেন।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG