অ্যাকসেসিবিলিটি লিংক

রবিবার তুরস্কে নির্বাচনে ক্ষমতাসীন AKP দল এগিয়ে আছে


turkey elections
turkey elections

তুরস্কে রবিবারের সংসদীয় নির্বাচনে, ৯৫ শতাংশ ভোট গণনার ভিত্তিতে, প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের দল, এগিয়ে আছে।

তুরস্কের ভোটাররা রবিবার, ৫ মাসে এই দ্বিতীয়বারের মতো নতুন সংসদীয় নির্বাচনে ভোট দিলেন।

প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান নতুন নির্বাচনের ডাক দেন যখন তার Justice and Development Party (AKP), ১৩ বছরে এই প্রথম জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এবং প্রধানমন্ত্রী আহমেত ডাভুটোগলু, সংসদে তিন বিরোধী দলের কোনোটার সঙ্গেই নির্বাহী জোট গঠন করতে ব্যর্থ হন।

দুর্বল অর্থনীতি, সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’র(PKK) মধ্যে সহিংসতা এবং সন্ত্রাসী আক্রমণের মাঝে এই পুনর ভোটগ্রহণ হলো।

XS
SM
MD
LG