অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সরকার ও তালেবান নেতৃত্বাধীন জঙ্গিদের মধ্যেকার প্রত্যক্ষ সংলাপ মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে


আফগান সরকার ও তালেবান নেতৃত্বাধীন জঙ্গিদের মধ্যেকার প্রত্যক্ষ সংলাপ মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং পাকিস্তান , তাদের ওখানেই এটা আয়োজন করা হোক বলে প্রস্তাব দিয়েছে। এর আগে আফগানিস্তান-পাকিস্তান-চীন ও যুক্তরাষ্ট্রের কূনীতিকেরা নতুন প্রস্থের চতুর্পক্ষিয় সংলাপ আরম্ভ করেন কাবুলে- আফগানিস্তান ,তালেবানদের সঙ্গে সরাসরি যে শান্তি সংলাপ চাইছে যোগদানকারি প্রতিনিধিরা সেই তারই দিনক্ষণ ও স্থান নির্ধারণের লক্ষেই ঐ আলোচনায় বসেন। আজ মঙ্গলবার যোগদানকারি প্রতিনিধিদের উদ্দেশ করে আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন রাব্বানী – আবারো একবার, তালেবান, দ্বিতিয় বৃহত্তম জঙ্গী গোষ্ঠী হিযবে ইসলামি এবং অন্যান্য সশস্ত্র দল-উপদলগুলোর প্রতি আলোচনায় বসবার জন্যে আহ্বান জানান।

বিদ্রোহি গোষ্ঠী কিন্তু শান্তি সংলাপে বসা নিয়ে এখনো অব্দি কোনো ইঙ্গিত-ইশারা দেয়নি। তবে হিযবে ইসলামির রাজনৈতিক শাখার প্রধান গাইরাত বাহীর ভয়েস অফ এ্যামেরিকাকে জানান- তাঁর গ্রুপ সালাহউদ্দীন রাব্বানীর আমন্ত্রণ বিবেচনা করছে।

XS
SM
MD
LG