অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রী এখনও দোটানায়


দন্ডপ্রাপ্ত দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ. ক. ম. মোজাম্মেল হক এখনও দোটানায় রয়েছেন। তারা কি পদত্যাগ করবেন? নাকি পদত্যাগ না করলেও চলবে। রোববার দুপুর থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তারা দারুনভাবে পেরেশানিতে ছিলেন।

এই পেরেশানির অন্যতম কারণ মন্ত্রিসভার বৈঠক। সোমবার ১১টায় বসে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে কি তারা যোগ দেবেন? এই যখন অবস্থা তখন তারা শীর্ষ পর্যায়ের মনোভাব জানার চেষ্টা করেন। স্পষ্ট কোন জবাব না আসায় তারা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠকে তাদের নিয়ে কোন কথা হয়নি।

তবে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাজা হলেও শপথ ভঙ্গ হয়নি। তবে বিষয়টি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনার বিষয়।

সংবিধান বিশেষজ্ঞ ডঃ. শাহদীন মালিক বলেন, শপথ ভঙ্গ হয়নি এটা ঠিক। তবে আইন ভঙ্গ হয়েছে। এ কারণেই তাদের সাজা হয়েছে।

ওদিকে দন্ডপ্রাপ্ত দুই মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা সিদ্ধান্ত নেবেন।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

XS
SM
MD
LG