অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা প্রশাসনের সিরিয়ার গৃহযুদ্ধ নীতি সমালোচনা করেছেন পররাষ্ট্র দপ্তরের ৫০ জনেরও বেশী কূটনীতিক।


FILE - Robert Ford, U.S. ambassador to Syria, arrives to testify to the Senate Foreign Relations Committee about the conflict in Syria, on Capitol Hill in Washington.
FILE - Robert Ford, U.S. ambassador to Syria, arrives to testify to the Senate Foreign Relations Committee about the conflict in Syria, on Capitol Hill in Washington.

ওবামা প্রশাসনের সিরিয়ার গৃহযুদ্ধ নীতি সমালোচনা করে পররাষ্ট্র দপ্তরের ৫০ জনেরও বেশী আমেরিকান কূটনীতিক অভ্যন্তরীন একটি তার বার্তায় স্বাক্ষর দিয়েছেন।

পররাষ্ট্র দপ্তরে সিরিয়া ইস্যুতে পরামর্শদাতা হিসাবে কাজ করে এমন উচ্চ পর্যায়ের ৫১ জন কর্মকর্তা ‘ডিসেন্ট চ্যানেল কেবল’এ স্বাক্ষর করেন। ডিসেন্ট চ্যানেল অর্থাৎ ভিন্ন মত প্রকাশ করতে পারে এমন একটি আনুষ্ঠানিক পত্রে কূটনীতিকরা আসাদকে যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত করার জন্য তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড ভয়েস অফ অয়ামেরিকাকে বলেছেন, পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীন একটি বার্তায়, ৫১ জন কর্মকর্তা সিরীয় সরকারের লক্ষ্যবস্তুর ওপরে বিমান আক্রমনের আহ্বান জানিয়েছেন।

ওবামা প্রশাসনের বর্তমান যে নীতি রয়েছে, তাতে ইসলামিক স্টেইট কে প্রতিহত করার জন্য সিরিয়ার বিরোধী দলীয়দের সহযোগীতার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তবে ফোর্ড মনে করেন এই নীতির পরিবর্তন প্রয়োজন।

XS
SM
MD
LG