অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনের Brexit ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে লণ্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট


বৃটেনের Brexit ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে লণ্ডন থেকে মতিউর রহমানের রিপোর্ট:

লেবার পার্টিতে ক্যু, ৭ ছায়ামন্ত্রীর পদত্যাগ
ব্রেক্সিট যেন এক রাজনৈতিক ভূমিকম্প। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মসনদ এরই মধ্যে তছনছ করেছে। এখন চ্যালেঞ্জের মুখে বিরোধী লেবার নেতা জেরেমি করবিনও। পদ ছেড়ে দেয়ার জন্য চাপ বাড়ছে তার ওপর। ইতিমধ্যে তার সাত ছায়ামন্ত্রী পদত্যাগ করেছেন। নাটকীয় পরিবর্তনের সূচনা হয় গত রাতে যখন করবিন তার বিরুদ্ধে ক্যু করার অভিযোগেছায়া মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করেন। এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছেন করবিন। বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে পারেন তিনি। স্কটল্যান্ডের পার্লামেন্ট হলিরুড যুক্তরাজ্যের ইইউ প্রস্থান আটকে দিতে পারে বলে মনে করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিওন। সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দ্বিতীয় গণভোটের ধারণা নাকচ করে দেননি। ৩ মিলিয়ন বৃটিশ নাগরিক এতে সাক্ষর করেছেন। দ্বিতীয় গণভোটের দাবিতে বিক্ষোভ হয়েছে লন্ডন ও এডেনবরায়।

মতিউর রহমান চৌধুরী, লন্ডন থেকে

please wait
Embed

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG