অ্যাকসেসিবিলিটি লিংক

৮৪টি পদক নিয়ে রিও অলিম্পিকে শীর্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র


২৮টি স্বর্ন, ২৮টি রৌপ্য ও ২৮টি তাম্রসহ মোট ৮৪টি পদক নিয়ে রিও অলিম্পিকে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

স্বর্ণ জয়ে যুক্তরাজ্য দ্বিতীয় অবস্থানে। তারা জিতেছেন ১৯টি স্বর্ন। স্বর্নে তৃতীয় অবস্থানে চীন, সংখ্যা ১৭টি। তবে স্বর্ণ জয়ে হারানো অবস্থান পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সঙ্গে লড়াই করছে চীন। মোট পদক জয়ে অবশ্য দ্বিতীয় স্থানেই রয়েছে তারা।

এদিকে আজ বুধবার রিও অলিম্পিকে মহিলাদের ট্র্যাক এ্যান্ড ফিল্ডসের বিষয়গুলোই প্রাধান্য বিস্তার করছে।

লং জাম্পে লড়াই হচ্ছে এ্যামেরিকার ব্রিটানী রীয, টিয়ানা বার্টোলেটা এবং সার্বিয়ার ইভানা স্পানোভিচের মধ্যে।

দু’ শ’ মিটারের দৌড়ে জ্যামাইকার ইলেইন টমসনের সঙ্গে পাল্লা চলছে এ্যামেরিকার দু’ই দৌড়বীদ টোরী বৌয়ি এবং দিয়াজা স্টিভেন্স।

XS
SM
MD
LG