অ্যাকসেসিবিলিটি লিংক

পরমাণু নীতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের মন্তব্য


India
India


এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর বৃহস্পতিবার মন্তব্য করেন, ভারত পরমাণু শক্তিধর দেশ হয়েও কখনই ওই অস্ত্র প্রথম ব্যবহার করবে না, এই স্ব-আরোপিত নীতি বদল উচিত কিনা, এমন মনে হয় তাঁর। এ মন্তব্যের সঙ্গে সঙ্গে হুলুস্থুল বেধে যায়। নানা মহলে প্রশ্ন ওঠে, দেশের দীর্ঘ দিনের এই নীতি কি তবে বদল করতে চলেছে ভারত? কেননা, প্রতিবেশি চিন আর পাকিস্তানের এমন নীতি তো নেই। একটু পরেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, মন্ত্রি নেহাতই ব্যক্তিগত মত ব্যক্ত করেছেন। কিন্তু এ কথাও সত্যি যে, ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে দলীয় ইস্তাহারে বিজেপি বলেছিল, পরিবর্তিত পরিস্থিতিতে এই নীতি বদল করা উচিত কিনা তা ক্ষমতায় এলে খতিয়ে দেখবে বিজেপি সরকার। কংগ্রেস আর সিপিএম নেতারা কিন্তু পারিকরের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন। তাঁরা বলেন, এমন মন্তব্য করবার এক্তিয়ারই নেই প্রতিরক্ষা মন্ত্রির। আরও বলা হয়, এ সব অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG