অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সম্বর্ধনায় প্রধানমন্ত্রী


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন কমিটির ঠৈকে যোগ দেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন কমিটির ঠৈকে যোগ দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর দল আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে এবং সে কারনেই সামরিক বাহিনীকে তঁরা ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যাবহার করেনি।সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সম্বর্ধনায় প্রধানমন্ত্রী বলেন ক্ষমতা দখলের জন্য বার বার ক্যু করে সশস্ত্র বাহিনীর শত শত অফিসার এবং সৈনিকদের হত্যাকাণ্ড তাঁর দল ঘটায়নি।প্রধানমন্ত্রী বলেন তিনি বিশ্বাস করেন সশস্ত্র বাহিনীর সকল সদস্য শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতায় বলিয়ান হয়ে দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সম্বর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নিমন্ত্রিত হলেও তিনি তাতে যোগ দেননি। সারা দেশে সকল সেনানিবাসে এবং নৌ ও বিমান বাহিনীর ঘাটিতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। উল্লেখ্য, এই দিনে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানী দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে এবং ১৬ ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করে।

XS
SM
MD
LG