অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হবে


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং এমন্যাসটি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্মূল করার অভিযান চালাচ্ছে বলে উল্লেখ করে তারা পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছ। তারা অভিযোগ করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ ঢুকতে দেয়া হচ্ছেনা। এদিকে, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি শুক্রবারও বাংলাদেশে ঢুকে পড়া প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গাকে এবং রোহিঙ্গা উদ্বাস্তুদের বহন করা ১৪ টি নৌকা ফেরত পাঠিয়েছে বলে সীমান্ত এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন । তবে ইতিমধ্যেই প্রায় দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত এলাকায় বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে বলে তাঁরা জানান । অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার এক অনুষ্ঠানে বলেন বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এর আগে বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যে মানবিক সঙ্কট চলছে তার দ্রুত সমাধানের পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG