অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের নেতারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন


মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সেদেশের সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতন অব্যাহত থাকায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে সংবাদদাতারা রোববার জানিয়েছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা সীমান্তের আশপাশের গ্রামে অথবা রোহিঙ্গাদের অনিবন্ধিত ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন। টেকনাফ এলাকার অনিবন্ধিত লেদা ক্যাম্পে আশ্রয় নেয়া সফুরা খাতুন গণমাধ্যমকে জানালেন তাঁর পরিবারের কয়েকজন প্রাণ বাঁচানোর তাগিদে নিঃস্ব অবস্থায় সীমান্ত পাড়ি দিয়েছেন। তিনি বলেন এখানে তাদের কোন আত্মীয়-স্বজন নেই, তাই তাদের আশ্রয় এবং খাদ্যের প্রয়োজন।এদিকে, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের নেতারা ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন । অবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তাঁরা মিয়ানমার সরকারের কাছে দাবি জানান ।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG