অ্যাকসেসিবিলিটি লিংক

আইএসের হাজার হাজার হামলা পরিকল্পনার নথিপত্র জোট বাহিনীর হাতে


জঙ্গিগোষ্ঠী আইএসের হাজারো সন্ত্রাসী হামলা পরিকল্পনার নথিপত্র এখন জোট বাহিনীর হাতে। মধ্যপ্রাচ্যে বৃটেনের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল রুপার্ট জোনস জানিয়েছেন, এসব নথিপত্রে ইউরোপসহ বিশ্বের অন্যান্য স্থানে হামলা চালানোর কয়েক হাজার পরিকল্পনা রয়েছে। আগস্ট মাসে উত্তর সিরিয়ার মানবিজ থেকে আইএসকে হঠিয়ে দেয়ার পর ১০ হাজারের বেশি নথিপত্র এবং বিপুল পরিমান ডিজিটাল ডাটা জব্দ করা হয়। ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের তিনি বলেন, আইএস অধ্যুষিত এলাকা বিশেষ করে রাকা ও মানবিজ থেকে উল্লেখযোগ্য মাত্রায় বহির্বিশ্বে অভিযানের নীলনকশা করা হচ্ছে। উদ্ধারকৃত বিপুল পরিমান গোয়েন্দা তথ্য, নথিপত্র ও ইলেক্ট্রনিক ফাইল থেকে ইঙ্গিত মেলে বিশ্বের সব ধরণের দেশের বিরুদ্ধেই আইএসের সন্ত্রাসী হামলার ছক রয়েছে। এসব সন্ত্রাসী পরিকল্পনার বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান বৃটিশ কমান্ডার।আন্তর্জাতিক জোট বাহিনী ইরাকের মসুল শহরকে আইএসের দখলমুক্ত করতে পারলে সেখান থেকে আরও নতুন গোয়েন্দা তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন জেনারেল জোনস।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG