অ্যাকসেসিবিলিটি লিংক

হাঙ্গেরি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের জরুরি অবতরণের কারন অনুসন্ধানে তদন্ত শুরু


হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ায়ালাইন্সের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারনে রোববার তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের কারন অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার।সোমবার ঢাকায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের জানিয়েছেন ওই ঘটনার তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। তিনটি কমিটিকেই আগামী তিন দিনের মধ্যেয় তাদের প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাঙ্গেরি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার কথা জানিয়েছেন রাশেদ খান মেনন। তাঁদের ভ্রমণের জন্য শীঘ্রই এক্সিকিউটিভ এয়ারক্রাফট কেনা হবে হবে বলে জানিয়ে তিনি বলেন এ ধরনের ব্যবস্থা বিশ্বের বেশ কয়েকটি দেশে রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG