অ্যাকসেসিবিলিটি লিংক

সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশের কাছে আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ


উত্তর আফ্রিকার দেশ সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশের কাছে আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন থেকে ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল চেয়ে বৃহস্পতিবার বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন নতুন এই শান্তিরক্ষীদের দ্রুত পাঠানোর জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এর আগে গত অক্টোবরে সাউথ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। আর নতুন দল চাওয়া হয়েছে সাউথ সুদানের উয়াও অঞ্চলের জন্য। চলতি বছরের অগাস্টের হিসাব অনুযায়ী, ১২৩টি দেশের এক লাখ ৯৫০ জন শান্তিরক্ষী বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এর মধ্যে ১৯৬ জন নারীসহ বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা ছয় হাজার ৭৭২ জন শান্তিরক্ষী বর্তমানে ১৩টি শান্তিরক্ষা মিশনে কাজ করছেন।

please wait

No media source currently available

0:00 0:00:33 0:00

XS
SM
MD
LG