অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের তৃনমূল সাংসদ তাপস পালকে গ্রেফতার করল সিবিআই


রাজ্যের বেআইনী আর্থিক সংস্থা রোজভ্যালি র সাথে বেআইনী আর্থিক লেন দেন কান্ডে তৃনমূল সাংসদ তাপস পালকে টানা জেরার পর গ্রেফতার করল সিবিআই। এর আগে সিবিআইয়ের তলব পেয়ে এদিন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ত্রী ও আইনজীবীকে নিয়ে পৌঁছন তাপস পাল। দুদফায় জেরায় তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়া যায় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।দু’দফায় জেরা করা হয়ে তৃণমূল সাংসদকে। তাঁর দেওয়া নথির ভিত্তিতে বয়ান রেকর্ড করা হয়।সিবিআই সূত্রে খবর, ২০১১-১২ সালে রোজভ্যালি সংস্থার সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। সেসময় কয়েকমাস রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর ছিলেন তাপস। তাঁর সঙ্গে ওই সংস্থার কী চুক্তি হয়েছিল, তা জানতে চান তদন্তকারীরা। ২০১০ সালে সেবি ও আরবিআই-কে চিঠি দিয়ে রাজ্যে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তের কথা জানিয়েছিলেন তাপস পাল। চিঠিতে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় নাম ছিল না রোজভ্যালির। তদন্তকারীরা জানতে চান, এর পিছনে কি অন্য উদ্দেশ্য ছিল? সিবিআইয়ের প্রশ্ন, সংস্থার ডিরেক্টর হয়েও রোজভ্যালির ব্যবসার ধরন কি জানতেন না তাপস? রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সঙ্গেও তাপস পালের আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ মিলেছে। এনিয়েও জানতে চান তদন্তকারীরা।

please wait

No media source currently available

0:00 0:00:27 0:00

XS
SM
MD
LG