অ্যাকসেসিবিলিটি লিংক

মকর সংক্রান্তির স্নান সেরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে লঞ্চ দুর্ঘটনা


মকর সংক্রান্তির স্নান উপলক্ষে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণার শেষ প্রান্ত গঙ্গাসাগর থেকে ফেরার সময় কচুবেড়িয়ায় পাঁচ নম্বর জেটি থেকে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনা। ভিড়ের চাপে আহত ও অসুস্থ হয়ে মৃত হল ছয় জনের।সাগরের কচুবেড়িয়ার পাঁচ নম্বর জেটি। আজ রবিবার বিকেলেই এখানেই ঘটে এই দুর্ঘটনা। ভিড়ের চাপে অসুস্থ ও আহত হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের।সংক্রান্তির স্নান সেরে ফেরার জন্য রবিবার সকাল থেকেই সাগরের প্রতিটি ঘাটে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। আজ সকাল দশটা নাগাদ জোয়ার আসার পর শুরু হয় পারাপার। পারাপার শুরু হলেও প্রতিটি ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় অনেককে। বিকেলে ভেঙে যায় ধৈর্যের বাঁধ। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান জোয়ার চলে গেলে ফের জোয়ার আসার জন্য পাঁচ -ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয় । তাই জোয়ার আসতেই সবাই হুড়োহুড়ি করে উঠতে যায় লঞ্চে ,আর লঞ্চে ওঠার হুড়োহুড়িতে আহত হন অনেকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েকজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের মধ্যে কমপক্ষে দশজনের চিকিৎসা চলছে স্থানীয় অস্থায়ী হাসপাতাল ও রুদ্রনগর হাসপাতালে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG