অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তরপ্রদেশে অযোধ্যায় রামমন্দির বিতর্কে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি


আসন্ন উত্তর প্রদেশে বিধান সভা নির্বাচনের ভোট নিয়ে অযোধ্যায় রামমন্দির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেরাজ্যের রাজ সাধু-সন্তরা রীতিমতো শর্ত বেঁধে দিয়ে জানিয়ে দিলেন, তাঁর আমলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মে গ্যারাণ্টি দিলে তবেই উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধুসমাজ বিজেপিকে সমর্থন করবে৷ অযোধ্যায় বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমির উপর তৈরি হওয়া অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রসঙ্গে জানিয়েছেন 'মহন্ত’ এবং ‘সাধু’-রা রামচন্দ্রের ভক্ত৷ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটা চাক্ষুষ করাই তাঁদের একমাত্র বাসনা৷ সত্যেন্দ্র জানান, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর তারা আশা করেছিলেন, এবার নিশ্চয়ই রামমন্দির তৈরি হবে৷ তাঁর দাবি, নরেন্দ্র মোদিকে অযোধ্যায় আসতে হবে এবং তাদের কে গ্যারাণ্টি দিতে হবে সকলের সামনে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করতে হবে যে তাঁর জমানায় অযোধ্যায় রাম মন্দির তৈরি হবেই৷ প্রধানমন্ত্রীর তরফে এ নিয়ে স্পষ্ট প্রতিশ্রূতি পেলে তবেই তারা বিজেপির অনুকূলে রাজ্যের হিন্দু ভোট একজোট করবেন৷ উত্তরপ্রদেশে বিজেপির পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজনৈতিক মহলের দাবি, আচার্যের বক্তব্যেই স্পষ্ট, রামমন্দির বিতর্কে কীভাবে রাজ্যের সাধু-সন্তরা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে৷ এখন দেখার এটাই যে, এ বিষয়ে প্রধানমন্ত্রী কোন অবস্থান গ্রহন করেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG