অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সম্রাট শাহজাহান নির্মিত তাজমহলের জন্য কাদা চিকিৎসা


সম্রাট শাহজাহান নির্মিত তাজমহলের শ্বেতশুভ্র ঔজ্জ্জ্বল্য অনেকটাই মলিন হয়ে উঠেছে বছরের পর বছর বায়ুদূষণের কারণে। প্রত্নতত্ব বিভাগের নিদান, অগস্ট থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত স্মৃতিসৌধটির সারা গায়ে বিশেষ ধরণের কাদা লেপে রাখা হোক। তাতেই তাজমহল ফিরে পাবে সাবেক চোখ-ধাঁধানো রূপ। সারা গায়ে ভারা বাঁধাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুনিয়াব্যাপী পর্যটকেরা এ খবরে যেমন হতাশ, অত্যন্ত ক্ষুব্ধ ট্যুরিজম গিল্ড অফ আগ্রা। কেন দীর্ঘ ১০ মাস বন্ধ থাকবে তাজ-দর্শন? তাঁরা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের হস্তক্ষেপ চান। পর্যটক কমে গেলে তাঁদের ব্যবসাও মার খাবে। কিন্তু প্রত্নতত্ব বিভাগের ওপর কি এ বিষয়ে কথা বলতে রাজী হবে পর্যটন মন্ত্রক?

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG