অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মণিপুরে আস্থাভোট জিতল বিজেপি নেতৃত্বাধীন জোট


সম্প্রতি দেশের পাঁচ রাজ্যর বিধান সভা ভোটের পর দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আস্থাভোট জিতল বিজেপি নেতৃত্বাধীন জোট। ষাট সদস্যের বিধানসভায় তেত্রিশ জনের ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিংহ।বিজেপির ইয়ুমনাম খেমচাঁদ সিংহ বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। প্রসংগত বলা যেতে পারে চলতি মার্চ মাসের গত ষোলো তারিখ যে মন্ত্রিসভা শপথ নিয়েছে তাতে মুখ্যমন্ত্রী সহ বিজেপি বিধায়ক মাত্র দু জন। শরিক দল এনপিপির চার, এনপিএফ ও এলজেপির একজন করে বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দিতে হয়েছে। এছাড়াও যে কংগ্রেস বিধায়ক বিজেপি তে নাম লিখিয়েছেন, মন্ত্রীপদ পেয়েছেন তিনিও।প্রসংগত বলা যেতে পারে এবারের বিধানসভা ভোটে একুশ টি আসন পায় বিজেপি। তবে আঠাশ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয় কংগ্রেস। কিন্তু এনপিপি ও এনপিএফের চার জন করে মোট আট বিধায়কের সমর্থন পায় বিজেপি। এলজেপির এক বিধায়ক তাদের সমর্থন করেন। কংগ্রেস ও তৃণমূলের দুই বিধায়কও শেষ পর্যন্ত সমর্থন করে বিজেপি কে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG