অ্যাকসেসিবিলিটি লিংক

বিমান কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে শিবসেনা সাংসদকে বিমানে না বহনের সিদ্ভান্ত


দেশের অধিকাংশ বিমান সংস্থা শুক্রবার ঘোষণা করে, এক শিবসেনা সাংসদ, রবীন্দ্র গায়কোয়াড়ের দুর্ব্যবহারের প্রতিবাদে কোনও বিমান সংস্থা তাঁকে উড়ানে নেবে না। এমন ঘটনা অভূতপূর্ব। পুলিশের কাছে এয়ার ইন্ডিয়ার তরফে অভিযোগ করে বলা হয়েছে, পুনে থেকে দিল্লি যাওয়া-আসার টিকিট নিয়ে সাংসদ বৃহস্পতিবার যে উড়ানে ওঠেন, তাতে কোনও বিজনেস ক্লাস ছিল না, সবই ইকনমি ক্লাসের আসন। তাও তিনি বিজনেস ক্লাসের আসন দাবি করে বিমান থেকে নামতে অস্বীকার করেন। বিমান সংস্থার এক ডিউটি অফিসার বিমানে উঠে এসে তাঁকে বোঝাতে চাইলে সাংসদ উল্টে গালাগালি করেন ও পায়ের চটি খুলে ২৫বার আঘাত করেন, চশমা ভেঙে দেন ও জামা ছিঁড়ে দেন। দুঃখ প্রকাশ না করে শুক্রবারেও পালটা হুমকি দিতে থাকেন। এর পরেই বিভিন্ন বিমান সংস্থা গায়কোয়াড়কে কালো তালিকাভুক্ত করেন। ভিআইপিদের নিয়ে এ ধরণের সমস্যা নতুন না হলেও এমন ঘটনা নজিরবিহীন।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG