অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে গ্রেফতার


সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে 'সড়ক পরিবহন আইন ২০১৭' এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন আইনের খশরায়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালালে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেয়া হবে। কেউ গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে পারবেনা। আইন অমান্য কারীকে এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও কমপক্ষে ১৮ বছর হতে হবে।

এছাড়া পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ড্রাইভিং সংক্রান্ত আইন অমান্য করলে পয়েন্ট কাটা ও বেপরোয়া গাড়ী চালালে ২ বছরের কারাদণ্ড ও দু'লাখ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে মন্ত্রীপরিষদ সভায়।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG