অ্যাকসেসিবিলিটি লিংক

বৃষ্টি. পাহাড়ী ঢল আর নদীর পানি বৃদ্ধির কারণে বাংলাদেশের বৃহৎ হাওর অঞ্চল পানিতে ঢুবে যাচ্ছে


বৃষ্টি. পাহাড়ী ঢল আর নদীর পানি বৃদ্ধির কারণে বাংলাদেশের বৃহৎ হাওর অঞ্চল সুনামগঞ্জের নতুন নতুন এলাকা অথৈ পানিতে ঢুবে যাচ্ছে। মাত্র কয়েকদিন আগে সুনামগঞ্জের শনির হাওরের ২২ হাজার হেক্টর জমি তলিয়ে যাওয়ার পরে, সোমবার কাকডাকা ভোরে জামালগঞ্জের পাগনার হাওরের বাঁধ ভেঙে পানির নিচে চলে গেছে সাড়ে ১২ হাজার হেক্টর জমি। আর এসব জমিতে লক্ষ লক্ষ মণ ধান ছিল। ইতোমধ্যে শত শত মণ মাছ ছাড়াও মরে যাচ্ছে- কীটপতঙ্গ, পাখিসহ অনেক কিছু। সরকারী হিসেবেই এ পর্যন্ত মারা গেছে ১২শ ৭৬ টন মাছ। আনবিক শক্তি কমিশন বলছে, পানিতে তেজস্ক্রিয় কোনো পদার্থের সন্ধান পাওয়া যায়নি।
৩৫টি দেশী-বিদেশী সংস্থার যৌথ হিসাবে প্রাথমিকভাবে সাড়ে ৪ হাজার কোটি টাকার ক্ষতির কথা বলা হচ্ছে।
এদিকে, সোমবারই হাওরের পাশাপাশি কিশোরগঞ্জের ৮ হাজার হেক্টর জমি বাঁধ ভেঙে তলিয়ে গেছে পানির নিচে। উদ্বিগ্ন নাগরিক সমাজ নামে একটি সংস্থা ঢাকায় এক সংবাদ সম্মেলনে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলে ত্রাণ এবং অন্যান্য সাহায্য বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG