অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি


দেশের উত্তরাঞ্চলের কাশ্মীর উপত্যকায় যতদিন না পর্যন্ত সেনা জওয়ান ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ থামছে, ততদিন বিচ্ছিন্নতাবাদী দলগুলি বা বিক্ষোভকারীদের সঙ্গে কোনও কথা সম্ভব নয়। একদিক থেকে পাথর ছোড়া হচ্ছে, অপরদিক থেকে চলছে গুলি, এই পরিস্থিতিতে কোনও আলোচনাই সম্ভব নয়।আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এমনটাই সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।গত কয়েকদিন ধরে উপত্যকায় হিংসার ঘটনা বেড়ে চলায় -বারবার সেনার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন কাশ্মীরের সাধারণ মানুষরা। বেড়ে গিয়েছে সেনাকে লক্ষ্য করে ইট ছোঁড়ার প্রবণতা। উল্টোদিকে, সেনা জওয়ানরাও গুলির ব্যবহার করায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। এরপরেই আজ রাজ্যের আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরী বৈঠক সারেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ।তারপরেই জানিয়ে দেন পরিস্থিতি ঠিক না হওয়া অবধি সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে কোনও আলোচনা হবে না।পরে বেরিয়ে এসে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর সঙ্গে আজ অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এপ্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন----। সেই সাথে মেহবুবা মুফতি বলেন বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্খা,গত উপনির্বাচনগুলিতে ভোটদানের হার কম, এছাড়া পিডিপি-বিজেপি জোট নিয়ে দু’জনের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন এই নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু এটাও ঠিক বর্তমান পরিস্থিতিতে কোনওভাবেই আলোচনা সম্ভব নয়। পাথর ছোঁড়া বা সেনার গুলি বন্ধ না হলে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হবে না।’ এরপরেই সিন্ধু জল চুক্তি নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা জানান। বলেন, ‘সিন্ধু জল চুক্তির কারণে প্রতি বছর আমাদের কুড়ি হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই সম্পর্কে বিস্তারিত প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG