অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রিকেট আড্ডায় আকরাম খান, ঈউসুফ বাবু, গাজী আশরাফ লিপু


Bangladesh Pakistan Cricket
Bangladesh Pakistan Cricket
আজ থেকে কুড়ি বছর আগে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবার যোগ্যতা অর্জন করেছিল। ১৯৯৯-এর বিশ্বকাপে বাংলাদেশ হারিয়ে দেয় পাকিস্তান আর স্কটল্যাণ্ডকে। তারপর গত ২০ বছরে বাংলাদেশ ক্রিকেট অনেকটা পথ পেরিয়েছে, বড় সব দলকেই তারা বিভিন্ন সময়ে পরাজিত করেছে, বেড়েছে দলের আত্মবিশ্বাস। বাংলাদেশ ক্রিকেট এখন কোথায় দাঁড়িয়ে আছে? ঘরোয়া ক্রিকেটে আরো উন্নতি করার উপায় কি? দলে মাশরাফির জায়গা নিয়ে কোনো বিতর্ক আছে? বিসিবি-র সভাপতির পদটি কি রাজনৈতিক হওয়া উচিৎ? লাইভ কল ইন শো-তে শ্রোতারা এসব প্রশ্ন তুলেছেন। জবাব দিয়েছেন বাংলাদেশের তিন সুপরিচিত ক্রিকেটার, দেশের পক্ষে আন্তর্জাতিক অংগনে প্রথম সেঞ্চুরিয়ান ঈউসুফ রহমান বাবু, সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু এবং আরেক সাবেক অধিনায়ক আকরাম খান। অনুষ্ঠান সঞ্চালন করেছেন আহসানুল হক। বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।
please wait
Embed

No media source currently available

0:00 0:34:32 0:00
XS
SM
MD
LG