অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস চুক্তি বাস্তবায়নসহ জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্লেষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান


প্যারিস চুক্তি বাস্তবায়নসহ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত এবং ঝুকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি। রোববার ওই দাবীতে ঢাকায় এক মানববন্ধন থেকে বলা হয়, জলবায়ু অর্থায়নে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি পুরো বিষয়টিকেই ক্ষতিগ্রস্ত করবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত এবং ঝুকিপূর্ণ দেশসমূহকে ক্ষতিপূরণের অঙ্গীকার বাস্তবায়নের দাবী সম্পর্কে বিশ্লেষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বাংলাদেশ সরকারের উদ্যোগে জলবায়ু সংক্রান্ত একটি তহবিল তৈরির চেষ্টা, জলবায়ু কার্যক্রমে যে সামান্য অর্থায়ন হচ্ছে তাতেও দুর্নীতি-অনিয়মের অভিযোগসহ এ সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
টিআইবি জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর কূটনৈতিক এবং আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:03:45 0:00

XS
SM
MD
LG