অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের প্রতিবেদন:কর্মক্ষেত্রে শ্রমিক নিহত হওয়ার কারণ


বাংলাদেশে ২০১৬ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও সহিংসতায় ৮৮৮ জন শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিলস)।মহান মে দিবস উদযাপনের একদিন আগে রোববার ঢাকায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে ২০১৬ সালে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০১৫ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতিবেদনে বলা হয় একই বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৯৩ জন শ্রমিক। বিলসের হিসেবে, ২০১৬ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৬৯৯ জন এবং সহিংসতায় ১৮৯ জন শ্রমিক মারা গেছেন।২০১৫ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা ছিল ৩৬৩ জন। প্রতিবেদনে বলা হয় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সবচেয়ে বেশি ২৪৯ জন শ্রমিক মারা গেছেন পরিবহন খাতে এবং সবচেয়ে কম ৯ জন মারা গেছেন তৈরি পোশাক খাতে।

কর্মক্ষেত্রে শ্রমিক নিহত হওয়ার কারণের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় মূলত সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট,উঁচু থেকে পড়ে যাওয়া, অগ্নিকাণ্ডে, বিষাক্ত গ্যাস এবং বয়লার বিস্ফোরণে বেশির ভাগ শ্রমিক নিহত হন।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG