অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মে মাসের প্রথম দিনটিতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সরকারী ছুটি পালন করা হল


মে মাসের প্রথম দিনটি বিশ্বব্যাপি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ১৮৮৬ সালের ১ লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবীতে আন্দোলনরত শ্রমিকের উপর গুলি চালান হলে ১১জন শহীদ হয়।

শ্রমজীবী মানুষের আন্দোলনের অধ্যায়কে স্মরণ করে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ১ লা মে, ‘মে দিবস’ বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন হয়ে আসছে ।

বাংলাদেশের শ্রমিকদের সবচেয়ে বড় অংশ কাজ করে তৈরি পোশাক শিল্পে। মে দিবস উপলক্ষে শ্রমিকদের দাবী, ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন । এছাড়া নারী শ্রমিকদের দাবী, নারী পুরুষ সমঅধিকারের।

এ দিনটি উপলক্ষে বাংলাদেশেও সরকারী ছুটি পালন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে শ্রম ভবন, রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৭ টায় শ্রম ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:35 0:00

XS
SM
MD
LG