অ্যাকসেসিবিলিটি লিংক

নয়াদিল্লীতে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষণ ঘটনায় চার দোষীর ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট


দুহাজার বারোয় নয়াদিল্লীতে ঘটে যাওয়া নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা শেষ পর্যন্ত বহালই রাখল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। দোষী দের মধ্যে মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর-এই চার দোষীরই ফাঁসি হচ্ছে। প্রসংগত বলা যেতে পারে দিল্লি হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দোষীরা যে আর্জি জানিয়েছিল তা খারিজ করে আজ সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার শুরুতেই বিচারপতি মন্তব্য করেন, এক ভয়াবহ অন্ধকার সময়ের মধ্যে আমরা রয়েছি।
রাম সিংহ নামে এই মামলার পঞ্চম অভিযুক্ত তিহাঢ় জেলে রহস্যজনকভাবে মারা যায়। এই মামলার ষষ্ঠ অভিযুক্ত যে অপরাধের সময় নাবালক ছিল, তাকে জুভেনাইল জাস্টিস বোর্ড তিন বছরের সংশোধনী জেলে পাঠায়। তবে দুহাজার পণেরোর- নভেম্বরে সে ছাড়া পায়।আজ রায় ঘোষণার আগে সকাল থেকেই তুমুল কৌতুহল ছিল কোর্ট চত্বরে। শেষপর্যন্ত দুহাজার বারোর-র ষোলই ডিসেম্বর দিল্লিতে ভয়াবহ, নৃশংস গণধর্ষণ কান্ডে যুক্ত পাণ্ডাদের ফাঁসির সাজা বহাল শেষ পর্যন্ত বহাল থাকে কিনা তা নিয়ে। এদিন সাজা ঘোষণার পরই দেশের কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আজ বড় খুশির দিন তার কারন নির্ভয়ার প্রতি যে অন্যায় হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দেশের আইন তার যোগ্য জবাব দিল।এদিকে নির্ভয়ার বাবা-মা বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন দোষীদের চরম সাজাই তারা চান।নির্ভয়ার ওপর যে অত্যাচার করা হয়েছে তাকে সুনামির মতোই ভয়াবহ আঘাত বলে অভিহিত করেন এদিন বিচারপতিরা। সেই সংগে আদালত বলে, দোষীদের কোনও ভাবেই ক্ষমা করা যায় না।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00

XS
SM
MD
LG