অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম সমাজের তিন তালাকের বিষয়টিকে নিন্দা করল ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট


মুসলিম সমাজের তিন তালাকের বিষয়টিকে নিন্দা করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার তিন তালাক মামলার দ্বিতীয় দিনের শুনানি চলাকালীন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছে, তিন তালাক বৈধ বলে মনে করে কোনও কোনও মহল। কিন্তু মুসলিমদের মধ্যে বিয়ে ভেঙে দেওয়ার সবচেয়ে খারাপ প্রথা এটি, কোনও ভাবেই তা কাম্য নয়।প্রসংগত বলা যেতে পারে গতকালই প্রধান বিচারপতি তিন তালাককে মৃত্যুদণ্ডের সমান বলে অভিমত জানিয়ে প্রশ্ন তোলেন, এমন ঘৃণ্য এক প্রথা কি বৈধ হতে পারে? আজ শুনানী চলাকালীন দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সিনিয়র আইনজীবী, যিনি এ ব্যাপারে আদালতকে নিজে উদ্যোগী হয়ে সাহায্য করছেন, সেই সলমন খুরশিদ সওয়াল করেন, তিন তালাক নিন্দনীয় অপরাধ বটে, কিন্তু স্বীকৃত প্রথা। বেঞ্চকে তিনি বলেন, তিন তালাক ইস্যুতে বিচার বিভাগের নজরদারির প্রয়োজন নেই। তাছাড়া মুসলিম মেয়েদের তিন তালাকে ‘না’ বলার অধিকার আছে, নিকাহনামায় এই সংক্রান্ত শর্ত দিতে পারেন তাঁরা। তখনই প্রধান বিচারপতি এই প্রতিক্রিয়া দেন।একই সাথে উল্লেখ করা যেতে পারে তিন তালাক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, তিন তালাক মুসলিম মেয়েদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকে স্বীকার করে না। তাই এই প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করা হোক।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG