অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ধর্মের নামে হিংসা ছড়ানোর অভিযোগে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


গোটা দেশে ধর্মের নামে হিংসা ছড়ানোর অভিযোগে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নাম না করে নিশানা করলেন বিজেপিকে।

কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে রোডে আয়োজিত এক সমাবেশে নাম না করে কেন্দ্রের সরকারের উদ্দেশে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যত কঠিন পরিস্থিতি দিল্লি তৈরি করুক না কেন আমি আমার জায়গায় থাকব। মহারাষ্ট্র, বিহার, ওড়িশা চুপ থাকতে পারে বাংলা চুপ থাকবে না। ভারতকে পথ দেখাতে পারে বাংলা। ভয় দেখিয়ে কিছু হবে না। জেলে যেতে হলে যাব। এপ্রসঙ্গে তিনি বলেন-----

এই লড়াইয়ে তিনি যে নেতৃত্ব দিতে তৈরি, তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ধর্ম মানে হিংসা নয়, তলোয়ার নিয়ে নাচানাচি করে ভয় দেখানো নয়। ধর্ম মানে অন্য ধর্মকে অশ্রদ্ধা নয়। ধর্ম মানে বিশ্বাস, মানবিকতা। ভারতকে দেখে মনে নয়, নাগিনীরা ছাড়িছে বিষাক্ত বায়ু। সারা দেশে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে এই বাংলা। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ধর্মের নামে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG