অ্যাকসেসিবিলিটি লিংক

তিস্তার জলবণ্টন চুক্তি নিয়ে পাল্টা চাপ মমতার


তিস্তার জলবণ্টন চুক্তি বোধহয় দূর অস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলে দিলেন, আত্রেয়ী, পুনর্ভবা ও ট্যাঙ্গন-এর মত যে সব নদী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকে, বাংলাদেশের বাঁধের জন্য তাতে জলপ্রবাহ এতই কম যে এ রাজ্যের মানুষ জলকষ্টে ভুগছেন। এ নিয়ে মোদি কথা বলুন বাংলাদেশের সঙ্গে। অর্থাত, এ রাজ্য থেকে বাংলাদেশে ঢোকা তিস্তার ওপর এ রাজ্য ব্যারেজ বানিয়ে সেচের জল নিয়ে নিচ্ছে বলে বাংলাদেশ জল পাচ্ছে না বলে ও দেশের অভিযোগের পাল্টা অভিযোগ করলেন মমতা। এই পরিস্থিতিতে তিস্তা জলবন্টন চুক্তির ভবিষ্যত খুবই অনিশ্চিত। পাল্টা দাবি তুলে মোদিকে বিপাকেই ফেলে দিলেন মমতা।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG