অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীক দেবী থেমিসের আদলে নির্মিত ভাষ্কর্যটি সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে প্রতিস্থাপনেও আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম


গ্রীক দেবী থেমিসের আদলে নির্মিত ভাষ্কর্যটি সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে প্রতিস্থাপনেও আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম। তাদের আপত্তির প্রেক্ষিতেই গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাষ্কর্যটি সরিয়ে নেয়া হয়। তুমুল বিতর্কের মধ্যে শনিবার রাতে ভাষ্কর্যটি সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে পুনঃস্থাপন করা হয়। কিন্তু হেফাজতে ইসলাম এটাকে সহজভাবে দেখছে না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়ার পর তারা আনন্দ মিছিল করেছিল। এনেক্স ভবনে পুনঃস্থাপনের পর সংগঠনটির আমীর আল্লামা শাহ আহমদ শফি এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করেছেন। বলেছেন, ভাষ্কর্য প্রতিস্থাপনে দেশবাসীর সঙ্গে তারা বিস্মিত ও হতবাক হয়েছেন। হয়েছেন বাকরুদ্ধ। আমীর বলেন, তাদের সব আবেদন-নিবেদন ও শান্তিপূর্ণ দীর্ঘ আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে থেমিসের পুনঃস্থাপন প্রমাণ করে এদেশের মানুষের সম্মিলিত আকাক্সক্ষাকে সরকার বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, থেমিস সুপ্রিম কোর্টের সামনে থাকবে না পেছনে যাবে, এটা কোন ইস্যু ছিল না। ইস্যু ছিল থেমিস থাকবে কি থাকবে না। এখানে মধ্যপন্থা নেয়ার কোন সুযোগ নেই। ভাষ্কর্য পুনঃস্থাপনের সময় রাতেই হেফাজতের সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল করে। এদিকে হেফাজতে ইসলামের সঙ্গে যে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ‘আত্মঘাতী’ হবে বলে সরকারকে সতর্ক করেছেন জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। ওদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ থেকে গ্রেপ্তার চারজনকে জামিন দিয়েছে আদালত।

please wait

No media source currently available

0:00 0:01:30 0:00

XS
SM
MD
LG