অ্যাকসেসিবিলিটি লিংক

গান্ধীহত্যা নিয়েও প্রশ্ন উঠছে: নতুন করে তদন্তের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট?


প্রায় ৭ দশক আগে নিহত হয়েছিলেন গান্ধীজী। হত্যার অপরাধে ফাঁসি হয়েছিল নাথুরাম গডসের। কিন্তু একটা সন্দেহ থেকেই গিয়েছিল, গডসের সঙ্গে কি আরও কেউ গুলি ছুঁড়েছিল? গডসের রিভলভার থেকে যে তিনটি গুলি ছোঁড়া হয়েছিল, তা পাওয়া যায় বাপুর শরীর থেকে। সাত বুলেটের রিভলভারের মধ্যে ছিল বাকি ৪ গুলি। কিন্তু বারংবার প্রশ্ন ওঠে, চারটি গুলি বিদ্ধ করেছিল গান্ধীজীকে। তা সত্যি হলে কে ছুঁড়েছিল চতুর্থ গুলিটি? মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডির হত্যাকারী হিসেবে লি অসওয়াল্ড ছাড়াও আরও এক জনের ভূমিকা নিয়ে যেমন আজও সন্দেহ রয়ে গিয়েছে, গান্ধীহত্যা নিয়েও প্রশ্ন উঠছে ২০১৭ সালেও। এখন দেখবার, নতুন করে তদন্তের নির্দেশ দেয় কিনা সুপ্রিম কোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG