অ্যাকসেসিবিলিটি লিংক

গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানের সাফল্যে এক অনন্য নজির গড়ে তুলল ভারত


গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানের সাফল্যে এক অনন্য নজির গড়ে তুলল ভারত।দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর দক্ষিণ ভারতের তামিল নাড়ুর আঠেরো বছর বয়সই দ্বাদশ শ্রেণীর ছাত্র রিফাত শাহরুখ থ্রি ডি প্রিন্টিং ব্যবহার করে মাত্র চৌষট্টি গ্রামের স্যাটেলাইট বানিয়েছে, এবং যার ইতিমধ্যেই মূল্যায়ণ করেছে গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠান নাসা। একই সাথে আগামী জুন মাসের একুশ তারিখ এই ক্ষুদে স্যাটেলাইট টি লঞ্চ করবে নাসা বলে জানা গেছে। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই অনন্য নজির এত অল্প বয়সেই রিফাত শাহরুখ যে করেছে সে ব্যাপারে সে নিজে দেশের সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় কি জানাল ,শোনা যাক----

তার কথায় থ্রি ডি প্রিন্টেড কার্বণ ফাইবারের পারফরম্যানস টা দেখানোর জন্যই তার এই আবিস্কার। এবং মহাকাশ বিজ্ঞান ও জ্যোর্তিবিজ্ঞানের গবেষণায় আগ্রহ থাকার কারণে তার এই আবিস্কার। প্রসংগত বলা যেতে পারে রিফাত শাহরুখের এই অভাবনীয় সাফল্যের স্যাটেলাইট টির নামকরণ করা হয়েছে ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে, এক কথায় চৌষট্টি গ্রামের এই ক্ষুদ্র স্যাটেলাইট টির নাম কালাম স্যাট।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG