অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ইস্যুতে তুরস্কের নিষ্ক্রিয়তা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে হামাস নেতাকে স্বাগত জানালো তুরস্ক


২০২৪ সালের ২০ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্টের প্রেস অফিস কর্তৃক তোলা এবং প্রকাশিত হ্যান্ডআউট এই ছবিতে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ানকে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রেসিডেন্টের কার্যনির্বাহী কার্যালয়ে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিইয়েহর সাথে হাত মেলাতে দেখা যায়।
২০২৪ সালের ২০ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্টের প্রেস অফিস কর্তৃক তোলা এবং প্রকাশিত হ্যান্ডআউট এই ছবিতে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ানকে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রেসিডেন্টের কার্যনির্বাহী কার্যালয়ে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিইয়েহর সাথে হাত মেলাতে দেখা যায়।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে তার সরকারের অবস্থান নিয়ে তুরস্কে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে গত সপ্তাহান্তে ইস্তাম্বুলে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিইয়েহ এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।

.বৈঠকের পর আর কোনো সংবাদ সম্মেলন হয়নি। কাতারে নির্বাসিত হানিইয়েহর সাথে আলোচিত বিষয়গুলো নিয়ে এরদোয়ানের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হামাস নেতা “ফিলিস্তিনি ভূখণ্ড বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলা, গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে কী করা দরকার এবং এ অঞ্চলে একটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন”।

এরদোয়ান ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া এবং বিজয়ের পথ হলো ঐক্য ও অখণ্ডতার মধ্য দিয়ে যাওয়া।”

হানিইয়েহ এমন এক সময় এই সফর করলেন যখন ইসরায়েল-হামাস যুদ্ধে এরদোয়ানের অবস্থান এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থন নিয়ে ইসলামপন্থী নিউ ওয়েলফেয়ার পার্টি প্রশ্ন তুলেছে। দলটি গত মাসের স্থানীয় নির্বাচনে জাতীয় ভাবে তৃতীয় স্থান অধিকার করেছিল্।

ইসরায়েলকে বর্জনের ক্রবর্ধমান আহ্বানের প্রক্রিয়ায় গত ৯ এপ্রিল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ইসরায়েলে বেশ কয়েকটি পণ্য গ্রুপের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

২০ এপ্রিল বৈঠকের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তার এক্স একাউন্টে হানিইয়েহর সাথে এরদোয়ানের একটি ছবি শেয়ার করেন।

তুর্কি ভাষায় এক পোস্টে কাটজ লেখেন, “শেম অন ইউ, এরদোয়ান।” তিনি ‘মুসলিম ব্রাদারহুড’ কর্তৃক সংঘটিত ‘ধর্ষণ, হত্যা এবং মৃতদেহ অবমাননার’ তাঁর অভিযোগও উল্লেখ করেন।

হামাস মুসলিম ব্রাদারহুডের ইসলামপন্থী মতাদর্শের অংশীদার। এটিকে এরদোয়ানের একেপিও অতীতে সমর্থন করেছিল।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

XS
SM
MD
LG