অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী কুচকাওয়াজের মহড়া

রবিবার, ৫ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী কুচকাওয়াজের মহড়া উপলক্ষে সৈন্যরা মার্চ করছেন, এবং সেই সঙ্গে যুদ্ধবিমান মস্কোর উপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৯তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার, ৯ মে, মস্কোতে বিজয় দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন বলে ধারনা করা হচ্ছে।

গত দুই বছরের মতোই, ইউক্রেনের সাথে সংঘাতের মধ্যেই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, যেটিকে রাশিয়া একটি "বিশেষ সামরিক অভিযান" বলে অভিহিত করে।

বিজয় দিবসের কুচকাওয়াজ শুধুমাত্র মার্চিং ব্যাটালিয়নের নয়। বরং ২০০৮ থেকে তা যুদ্ধবিমান, ট্যাংক এবং পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্রশস্ত্রের মাধ্যমে রাশিয়ার শক্তি প্রদর্শনে পরিণত হয়েছে।


XS
SM
MD
LG