অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বাইডেন হলোকস্ট স্মরণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে বক্তব্য রাখছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার, ৭ মে সতর্ক করেছেন যে ইহুদিবিদ্বেষের হুমকি বাড়ছে। হলোকস্টে নিহত ৬ মিলিয়ন ইহুদির সম্মানে তিনি এ কথা বলেছেন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতি তার সমর্থন তার ডেমোক্রেটিক পার্টিকে বিভক্ত করে রেখেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরাইল যুদ্ধের সূচনা হয়। সেই ৭ অক্টোবরের দিনটি হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য সবচেয়ে মারাত্মক দিন বলে অভিহিত করেছেন বাইডেন, এবং তার প্রায় সাত মাস পরে তিনি এই ভাষণ দিলেন।

তিনি আরও বলেন, ইহুদিবিদ্বেষ বিশ্বের অনেক মানুষের মনে এখনো অবস্থান করে এবং তার জন্য অব্যাহত সতর্কতা ও স্পষ্টভাষার প্রয়োজন।

তিনি বলেন, সেই দিন থেকে ৭৫ বছর পরে নয়, মাত্র সাড়ে সাত মাস পর আমরা দাঁড়িয়ে আছি এবং লোকেরা ইতিমধ্যে ভুলে যাচ্ছে ... যে হামাস এই সন্ত্রাস করেছে... আমি ভুলিনি, তোমরা ভোলোনি, এবং আমরা কখনই ভুলব না।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।


XS
SM
MD
LG