অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সফরে যাচ্ছেন ডনাল্ড লু


ডনাল্ড লু
ডনাল্ড লু

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু মে মাসে বাংলাদেশ সফরে যাচ্ছেন।

মে মাসের ১০ থেকে ১৫ তারিখ ব্যাপী সফরে তিনি ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন।

তার এই সফরের উদ্দেশ্য প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রদর্শন করা।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকায় তার ত্রী-রাষ্ট্রীয় সফর শেষ করবেন।

ঢাকায় তিনি সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য বাংলাদেশীদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করা সহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারত সফরকালে তিনি দক্ষিণ ভারতে দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার করতে কনস্যুলেট কর্মীদের সাথে দেখা করবেন।

এরপর তিনি শ্রীলংকার কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ এবং শ্রীলঙ্কার সাথে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও গভীর করতে কলম্বো ভ্রমণ করবেন।

তার বৈঠকে, তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টির পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর হিসেবে একটি শক্তিশালী নাগরিক সমাজের গুরুত্বকে পুনরায় তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর আসন্ন সফরে রোহিঙ্গা সংকটের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অন্যান্য বিষয়ও অবশ্যই আলোচনায় আসবে বলে জানান হাছান মাহমুদ।

XS
SM
MD
LG